Articles

পারফিউম দীর্ঘস্থায়ী করার উপায় কি?

অনেক সময় দেখা যায় যে আমরা অনেক মূল্য দিয়ে পারফিউম ক্রয় করেও মনের মত সেটি ব্যবহার করতে পারিনা। এর ফলে আমাদের পারফিউম সম্পর্কে খারাপ ধারণা চলে আসে। কারণ, দেখা যায় যে পারফিউম দীর্ঘস্থায়ী থাকে না।

অনেকেই হয়তো আমরা পারফিউমের সঠিক ব্যবহারটি সম্পর্কে  জানিনা।আজ আমরা এ বিষয়টি নিয়ে জানব। পারফিউম দীর্ঘস্থায়ী করার উপায় কি? তবে জেনে নিন।

    • (১) গোসলের পরপর পারফিউম ব্যবহার করুন। সুগন্ধি দীর্ঘ সময় ধরে  থাকবে।
    • (২)  পারফিউম ব্যবহারের পূর্বে শরীরে যে কোন ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে করে পারফিউম টি দীর্ঘস্থায়ী হবে।
    • (৩) পারফিউম ব্যবহারের পূর্বে হাতের কবজি ও কনুইতে ভেসলিন ব্যবহার করতে পারেন।
    • (৪) শরীরের পালস পয়েন্ট গুলো যেমন কানের পিছনে, বুকের দুই  পাশে, নাভিতে। এ সকল জায়গায় দীর্ঘ সময় ধরে পারফিউম স্থায়ী থাকে।
    • (৫) পারফিউম ব্যবহারের আগে বোতলটি ঝাঁকাবেন না। আর কাপড়ের উপরে না দিয়ে শরীরে ব্যবহার করুন।
    • (৬) দিনের বেলায় দীর্ঘ সময়ের জন্য সুগন্ধি প্রয়োজন হয়। তাই  দিনে তীব্র সুগন্ধি যুক্ত পারফিউম ব্যবহার করুন।

Leave a Reply