Articles

পারফিউম ও কোলন এর মধ্যে পার্থক্য কি?

আপনারা কি জানেন যে পারফিউম এবং কোলন এর মধ্যে পার্থক্য কি? আজ তাহলে জেনে নেয়া যাক এই দুইয়ের পার্থক্য।

পারফিউমঃ পারফিউম বা সুগন্ধি এমন একটি দ্রব্য যা সুগন্ধযুক্ত যৌগ এবং সলভেন্টের মিশ্রণ থেকে তৈরি করা হয়ে থাকে। সুগন্ধি ইথানল ও সুগন্ধি তেল এবং পানের মিশ্রণ দ্বারা তৈরি হয়ে থাকে। সুগন্ধি হল দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী। এটি দীর্ঘ সময় ধরে সুবাস দিয়ে থাকে। পারফিউমের মূল্য বেশি। বিশ্বে অনেক ব্যয়বহুল পারফিউম রয়েছে। আর এসব পারফিউমের চাহিদাও অনেক বেশি।

কোলনঃ  কোলন ইথানলদ্রব্য পানি এবং সুগন্ধযুক্ত অনু দারা প্রস্তুত করা হয়।সুগন্ধির বা পারফিউমের মতো কোলোনো সুবাস দিয়ে থাকে তবে এটি দীর্ঘস্থায়ী নয়।পারফিউমের তুলনায় কোলন শক্তিশালী নয় এটি  দুর্বল। এছাড়াও কোলনের মূল্য পারফিউমের তুলনায় যথেষ্ট কম।

তাই বলা যায় পারফিউম এবং কোলন এর মধ্যে উপরোক্ত পার্থক্য গুলো বিদ্যমান। এক কথায় পারফিউম ও কোলন দুটি ভিন্ন উপাদান।

Leave a Reply