আজকে আপনাদের joopy এত সম্পর্কে জানাবো ↙↙
Joopy আতর পারফিউম টাইপ আতরের ভিতর
শীর্ষেই থাকবে। অনেকেই joopy আতর ব্যবহার করেছেন কিন্তু যারা ব্যবহার করে নাই তাদের জন্য কিছু ইনফরমেশন দিব। অনেকেই এটাকে বসুন্ধরা ফেসিয়াল টিস্যু এর স্মেল এর মত বলে । এই টিস্যুতে সুন্দর একটা সুগন্ধি পাওয়া যায় যেটা সবারই ভালো লাগে। আমি অনেককে দেখেছি গরমে ঘামলে এই টিস্যু দিয়ে মুখ মুছতে এবং টিস্যু ঘ্রাণ নিতে। সেক্ষেত্রে আপনি এই আতরটি ব্যবহার করতে পারেন। যদিও আমার কাছে টিস্যুর স্মেল বেশি মনে হয় না।
এই আতর নিয়ে একটা ছোট্ট গল্প বলি ↙
একদিন আমি আর আমার বন্ধু এলাকার কলোনি দিয়ে হাঁটছিলাম। এলাকা নির্জন হওয়ায় আশেপাশে মানুষ তেমন ছিল না। হঠাৎ আমার বন্ধু বলে এই সুন্দর একটা সুগন্ধি পাচ্ছিস? আমি প্রথমে নোটিস করিনি পরে দেখলাম হ্যাঁ সুন্দর একটা সুগন্ধি আসছে কোথার থেকে! কারন আমাদের আশেপাশে তো কেউ ছিল না। আমার বন্ধু বলে কিরে জ্বীন আসলো নাকি 😁কারন আমরা জিন নিয়ে কথা বলতেছিলাম 😁
পরে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে এসে দেখলাম একটা হুজুর হেটে যাচ্ছে এবং সুগন্ধিটা তার কাছ থেকে আসতেছে। আমার বন্ধু বললো এত সুন্দর সুগন্ধি তুই না আতরের ব্যবসা করিস তুই আতরটা আমাকে এনে দিবি। আমি প্রথমে সুগন্ধিটা ধরতে পারিনি। পরে বুঝলাম এটা তো joopy আতরের সুগন্ধি। পরেরদিন বন্ধুকে আতরটা এনে দিলাম। আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছেন।
Reviews
There are no reviews yet.